ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভূরুঙ্গামারীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
ভূরুঙ্গামারীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর দুধকুমার নদ থেকে জামাল উদ্দিন কসাই (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার পাইকডাঙ্গা এলাকার দুধকুমর নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নলেয়া গ্রামের জামাল উদ্দিন কসাই মানসিক ভারসাম্যহীন থাকায় তারা চিকিৎসা চলছিলো। এ অবস্থায় গত ২৭ অক্টোবর রাত থেকে আকস্মিকভাবে নিখোঁজ হলে জামালের পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি।

শনিবার সকালে উপজেলার পাইকডাঙ্গার দুধকুমর নদে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জামাল কসাইয়ের বলে চিনতে পারে। পরে স্থানীয় লোকজন মৃতের আত্মীয়-স্বজনদের খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে যায়।
 
মৃত জামাল কসাইয়ের ছেলে রফিকুল ইসলাম জানান, তার বাবার মৃত্যুর কারণে দাবি নেই, এ মর্মে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে ভূরুঙ্গামারী থানায় আবেদন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল শেষে দাফনের অনুমতি দেয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।