ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

আদিবাসীদের সহযোগিতার আহ্বানে রাজশাহীতে মতবিনিময় সভা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
আদিবাসীদের সহযোগিতার আহ্বানে রাজশাহীতে মতবিনিময় সভা

রাজশাহী: করোনাকালীন সময়ে উত্তরাঞ্চলের আদিবাসীদের সরকারি ও সামাজিক সহযোগিতার আহ্বানে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি সংস্থা আত্ম ও সামাজিক সংস্থার (আসাউস) আয়োজনে শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর শাহমখদুম কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের কাছে আদিবাসীদের কষ্টের কথা পৌঁছে না। সে কারণে তারা পিছিয়ে পড়ছে। স্বাধীনতার এতদিন পর আদিবাসীরা কেন পিছিয়ে পড়বে? বর্তমানে করোনাকালে আদিবাসীরা খুবই করুণ দিনযাপন করছেন। কেউ তাদের খোঁজ নেয় না। ২৫ শতাংশ আদিবাসী পরিবার ত্রাণসহায়তা পেলেও তা পরিমাণে খুবই কম। কিছু বেসরকারি সংস্থা সামান্য কিছু ত্রাণসহায়তা দিয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে বিশেষ কোনো প্রণোদনা নেই।

একটি গবেষণার ফলাফল তুলে ধরে সভায় বক্তারা বলেন, করোনাকালে ৫৬ শতাংশ শিশু টেলিভিশনে প্রচারিত পাঠদানে অংশ নিচ্ছে না। আর ৭৫ শতাংশ আদিবাসী শিশু টেলিভিশনে প্রচারিত পাঠদানে অংশ নেয় না। এর কারণ, তাদের কারও বাড়িতে বিদ্যুৎ নেই, আবার বিদ্যুৎ থাকলেও টেলিভিশন নেই। আদিবাসীদের আর্থিক অনটনের কারণেই তাদের এসব নেই। যার কারণে শিক্ষা থেকেও আদিবাসী শিশুরা বঞ্চিত হচ্ছে। তাই আদিবাসীদের বিশেষ প্রণোদনা দেয়া দরকার।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আসাউসের নির্বাহী পরিচালক দেবাশিষ প্রামানিক দেবু। সভাপতিত্ব করেন আসাউসের সহসভাপতি অসিত পালন। মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বিভূতি ভূষণ মাহাতো।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী এন্তাজুল হক বাবু, বাংলাদেশ মহিলা পরিষদের জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘন্টা, নভেম্বর ০৭, ২০২০
এসএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।