ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক লাঞ্ছিত: সমাজসেবার ডিডিসহ তিন জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
সাংবাদিক লাঞ্ছিত: সমাজসেবার ডিডিসহ তিন জনের বিরুদ্ধে মামলা

মেহেরপুর: ডিবিসির মেহেরপুর জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও বাংলাদেশ রয়টার্স এর মেহেরপুর জেলা প্রতিনিধি জাকির হোসেনের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর, মেমরি কার্ড ছিনতাইয়ের ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে ডিবিসির মেহেরপুর জেলা প্রতিনিধি আবু আক্তার করণ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার নং ৩৩৯, তারিখ ৮/১১/২০২০ ইং।

মেহেরপুর জেলা সমাজসেবার উপ পরিচালক (ডিডি) আব্দুল কাদেরকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন।  

মামলায় অপর আসামিরা হলেন- প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন, চুক্তিভিত্তিক গাড়িরচালক মিলন হোসেন। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে চার/পাঁচ জনকে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি আলোচনা সভায় বসেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।

এসময় মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহবুব চান্দু।

এছাড়াও মেহেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, হিজরাদের প্রশিক্ষণের ভাতা আত্মসাৎ ও সরকারি বাড়ি ভাড়া পাওয়া সত্ত্বেও নিজ অফিসের পাশের একটি কক্ষকে গোপনে বেডরুম হিসেবে ব্যবহারের অভিযোগ শোনা যাচ্ছিল। এ বিষয়ে নিউজ করতে রোববার সকালে জেলা সমাজসেবা অফিসে যান ওই দুই সাংবাদিক। এতে ক্ষিপ্ত হয়ে উপ-পরিচালক মো. আব্দুল কাদের তাদের অফিসে আটকে রেখে বেধড়ক মারধর করেন এবং তাদের ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে অন্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।  

** মেহেরপুর সমাজসেবা অফিসে ২ সাংবাদিক লাঞ্ছিত 

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।