ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
চুয়াডাঙ্গায় পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মতিয়ার রহমান (৪৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

বুধবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মতিয়ার চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি ক্যানালপাড়ার আব্দুল বারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে দশমাইল হাফিজিয়া মাদ্রাসার সামনের সড়কে রাস্তা পার হচ্ছিলেন মতিয়ার। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামীর পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মতিয়ার।

চুয়াডাঙ্গা সদর থানাধীন সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।