ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৬টি চিনিকল বন্ধের প্রতিবাদে কেরুর শ্রমিকদের কর্মবিরতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
৬টি চিনিকল বন্ধের প্রতিবাদে কেরুর শ্রমিকদের কর্মবিরতি 

চুয়াডাঙ্গা: রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদে কর্মবিরতি ও সভা করেছেন কেরু চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ও আখচাষি ফেডারেশনের উদ্যোগে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী।  

সভায় বক্তব্য রাখেন- দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

এসময় চিনিকল বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দেশ ও স্থানীয় অর্থনীতির ভীত মজবুত করে রেখেছে চিনিকলগুলো। সেসব চিনিকল বন্ধ হওয়া মানে জাতীয় অর্থনীতি মুখ থুবড়ে পড়া। এছাড়া এসব চিনিকলে লাখ লাখ কর্মী ও তাদের পরিবার জীবিকা নির্বাহ করে থাকে।  

চিনিকল বন্ধ হলে লাখ লাখ মানুষ হবে বেকার। দেশে বাড়বে বেকারত্ব। তাই চিনিকল বন্ধ না করে লোকসান কাটিয়ে আধুনিকায়ন করে মিলগুলো চালু রাখার দাবি তাদের। এর আগে প্রায় দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন শ্রমিক-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।