ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে মোবাইলে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
বিজয় দিবসে মোবাইলে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

ঢাকা: মোবাইলে ফোনে অডিও বার্তা পাঠিয়ে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ ডিসেম্বর) অনেকে অপরিচিত মোবাইল নম্বর থেকে আসার ফোন কল রিসিভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা শুনেছেন।

পর্যায়ক্রমে অন্যদের মোবাইলেও এই বার্তা পৌঁছাবে।

 

মোবাইল ফোনে পাঠানো ৪৫ সেকেন্ডের অডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আস-সালামুআলাইকুম, আমি শেখ হাসিনা বলছি, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা অর্জন করি। ’

‘করোনা ভাইরাস আমাদের জনজীবনকে অনেক বাধাগ্রস্ত করছে। তারপরও এই বিজয়ের মাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ’

সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে অডিও বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আহ্বান জানাই যে আপনারা স্বাস্থ্য সুরক্ষা মেনে বিজয় দিবস উদযাপন করবেন। আমরা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলে লাখো শহীদের আত্মত্যাগকে সম্মান জানাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ’    

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক- স্লোগানের মধ্য দিয়ে অডিও বার্তা শেষ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এমইউএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।