ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, ডিসেম্বর ২১, ২০২০
গাজীপুরে কিশোরের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরে রানা মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে সিটি করপোরেশনের বাসন থানাধীন যোগিতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রানা মিয়া বগুড়ার সারিয়াকান্দি থানার রামচন্দ্রপুর এলাকার আবুল কাশেম প্রামাণিকের ছেলে।  

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক বাংলানিউজকে জানান, সোমবার সকালে যোগিতলা এলাকায় ধান ক্ষেতের পাশে রানা মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের গলায় প্লাস্টিকের রশি দিয়ে ফাঁস লাগানো ছিল।  

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে গেছে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রানা মিয়া গত এক সপ্তাহ আগে গাজীপুরে এসেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০   
আরএস/এমআরএ           

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।