ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, ডিসেম্বর ২১, ২০২০
মুন্সিগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা থেকে নাহিদা (১৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

নাহিদার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। এ ঘটনায় স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ।  

পরিবার সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ জেলার আব্দুল্লাহপুর এলাকার ফারুক হোসেনের মেয়ে নাহিদা। দেড় বছর আগে টাংগিবাড়ী উপজেলার বাবুলের ছেলে রাসেলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সাত মাস বয়সী একটি ছেলে রয়েছে।  

মেয়ের মা নারগিস বেগম অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরেই অত্যাচার করে আসছিল নাহিদার স্বামী ও দেবড়। আত্মহত্যা করার মতো কোনো পরিস্থিতি ছিল না। অত্যাচার করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।  

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, এ ঘটনায় স্বামী রাসেল (২৪) ও দেবর রাজুকে (২০) আটক করেছে পুলিশ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।