ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ আরএমপি কমিশনারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ আরএমপি কমিশনারের

রাজশাহী: মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।  

সোমবার (২১ ডিসেম্বর) সকালে আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি আরএমপির ১২ থানার ওসিদের এই নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। এসময় তিনি বলেন, রাজশাহীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। মাদকের ব্যাপারে কারও সঙ্গে আপোস নেই।

এছাড়া করোনা পরিস্থিতিতে রাজশাহী মহনগরীতে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করা, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে পুলিশ সদস্যদের কাজ করার নির্দেশনা দেন। পরে পুলিশ কমিশনার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা পুরস্কার এবং বিশেষ পুরস্কারের সম্মাননা স্মারক বিতরণ করেন।

এসময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালমা বেগমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।