ঢাকা: রাজধানীর মিরপুরের কালশীর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩মিনিটে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
এর আগে দুপুর ১টা ৫৫মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
তিনি জানান, দুপুর ১টা ৫৫মিনিটে ওই বস্তিতে আগুন লাগে, এ খবর পেয়ে ঘটনাস্থলে ৬টি ইউনিট পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না বলে জানান তিনি।
আরও পড়ুন>>মিরপুরে কালশীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এমএমআই/এএটি