ঢাকা: নরসিংদী আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২১ ডিসেম্বর) পুলিশের ইমিগ্রেশন শাখায় এ চিঠি পাঠান দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান।
ইমিগ্রেশন এয়ারপোর্টের বিশেষ পুলিশ সুপারের কাছে দেওয়া দুদকের চিঠিতে বলা হয়েছে, আতাউরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগের অনুসন্ধান চলছে।
এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর সুইডেন আতাউরকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
ডিএন/এএ