ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘সুইডেন’ আতাউরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, ডিসেম্বর ২১, ২০২০
‘সুইডেন’ আতাউরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকের চিঠি

ঢাকা: নরসিংদী আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ ডিসেম্বর) পুলিশের ইমিগ্রেশন শাখায় এ চিঠি পাঠান দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান।

ইমিগ্রেশন এয়ারপোর্টের বিশেষ পুলিশ সুপারের কাছে দেওয়া দুদকের চিঠিতে বলা হয়েছে, আতাউরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগের অনুসন্ধান চলছে।

এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর সুইডেন আতাউরকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।