ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, ডিসেম্বর ২১, ২০২০
সোনারগাঁয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় একটি শিশু মৃত্যু হয়েছে।  

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার থানা রোডে চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম জানাতুল্লাহ (৬)। এ ঘটনার পরপরই উত্তোজিত জনতা ট্রাকটি আটক করে চালককে গণপিটুনী দেয়। পরে উত্তেজিত জনতা মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তা অবরোধ করে রাখে। জনতা রাস্তায় থাকা ৮-১০টি গাড়ি ভাঙচুর করে। এসময় থানা রোডের উদ্ধবগঞ্জ বাজার থেকে মোগরাপাড়া পর্যন্ত পুরো রাস্তা অচল হয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল জানান, উত্তেজিত জনতা মোগরাপাড়া চৌরাস্তায় থাকা ওই ট্রাকসহ ৮-১০টি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশু মেয়েটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় উত্তেজিত ও উৎসুখ জনতার কারণে থানা রোডে মোগরাপাড়া চৌরাস্তা বন্ধ হয়ে অচল হয়ে গেলে মোগরাপাড়া থেকে উদ্ধবগঞ্জ বাজার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।