ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ-খাদ্যপণ্য বিক্রি, জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
মেয়াদোত্তীর্ণ ওষুধ-খাদ্যপণ্য বিক্রি, জরিমানা ভোক্তা অধিকার অধিদপ্তরের ভেজালবিরোধী অভিযান, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য বিক্রি করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।



সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, সোমবার (২১ ডিসেম্বর) উপজেলার ভৈরবগঞ্জ বাজার, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল,  রেস্টুরেন্ট, ফার্মেসি এবং অন্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ওষুধের প্যাকেটের গায়ে মূল্য লেখা না থাকা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার-জীবাণুনাশক স্প্রে বিক্রি, নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে ওষুধ সংরক্ষণ করার কথা থাকলেও ঠিকভাবে সংরক্ষণ না করা, একই ফ্রিজে মাছ মাংসসহ অন্য খাদ্যদ্রব্যের সঙ্গে ওষুধ সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের অপরাধে মাজদিহি গ্রামে অবস্থিত শুকরিয়া কেডি রেস্টুরেন্টকে দুই হাজার ৫০০ টাকা, ভৈরবগঞ্জ বাজারে অবস্থিত সাজবিন ফার্মেসিকে দুই হাজার টাকা, আইডিয়াল ফার্মেসিকে তিন হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত পুষ্প ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।      

ভেজালবিরোধী খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।   

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।