ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু ফাইল ফটো

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর ৬টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানায়, ভোরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু করে। কুয়াশায় মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে।  

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, কুয়াশার কারণে সকালে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।