ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, ডিসেম্বর ২২, ২০২০
গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ড্রামট্রাকের সঙ্গে সংঘর্ষে ফরিদ মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার বরর্মী ভিটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ফরিদ মিয়া উপজেলার ভিটিপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান বাংলানিউজকে জানান, সকালে ভিটিপাড়া এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে কাওরাইদ এলাকায় যাচ্ছিল ফরিদ মিয়া। এসময় পথে একটি ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়।

ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই নাহিদ হাসান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।