ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, ডিসেম্বর ২২, ২০২০
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে এই দুঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে বোরো বীজতলায় পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হনয় কৃষক আব্দুল মালেক। পরে স্থানীয়রা তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।