ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে ছাদের রেলিং ভেঙে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, ডিসেম্বর ২২, ২০২০
কামরাঙ্গীরচরে ছাদের রেলিং ভেঙে নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে লেপ-তোষক রোদে দেওয়ার সময় রেলিং ভেঙে রাফেজা বেগম রাশেদা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জননী।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

রাশেদা বর্তমানে স্বামী সেন্টু মিয়া ও সন্তানদের নিয়ে কামরাঙ্গীরচর রনি মার্কেটের পাশে একটি ছয়তলা ভবনে ভাড়া থাকতেন। তিনি মাদারীপুরের বাসিন্দা।

রাশেদার বড়বোন শাহনাজ বেগম বাংলানিউজকে জানান, সকালে ছাদে লেপ-তোষক রোদে দেওয়ার সময় রেলিং ভেঙে রাশেদা পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।