ঢাকা: বান্দরবান জেলার থানচির দুর্গম বালিপাড়া, কমলা বাগান ও তিন্দুতে খুমি আদিবাসীদের মধ্যে শীতবস্ত্র, স্যানিটারি ন্যাপকিন ও অক্সিমিটার বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সংযোগ কানেক্টিং পিপল (ফেইসবুকভিত্তিক অনলাইন সোশ্যাল ওয়ার্কিং প্লাটফর্ম), জ্যোতি (মাসিক/পিরিয়ড নিয়ে কথা বলার উন্মুক্ত প্লাটফরম) ও লিন্ডেক্স (ইউরোপিয়ান বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড) এর উদ্যোগে এসব বিতরণ করা হয়।
সংযোগ কানেক্টিং পিপলের পক্ষ থেকে কাজটি তদারকি করেন প্রকৌশলী হাসিনুর রেজা চঞ্চল ও সমন্বয়কারী ছিলেন জেলা ও দায়রা জজ মাসরুর সালেকিন। শীতবস্ত্র ও স্যানিটারি ন্যাপকিন বিতরণে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।
সংযোগের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘পাহাড়ের দুর্গম এলাকায় এরকম শীতবস্ত্র ও স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ এবারই প্রথম। এতে আদিবাসীরা যেমন শীত থেকে রক্ষা পাবে, তেমনি নারীস্বাস্থ্য সচেতনতাও বাড়বে। ’
খুমি, বম ও মুরং আদিবাসীদের মধ্যে ৫শ’ পিস কম্বল, ৫শ’ পিস লিন্ডেক্সের গরম কাপড়, জ্যোতির ৫শ’ পিস স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
টিএম/এফএম