ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ট্রাক্টরচালক মুজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া বুড়াধাম নামক স্থানে পীরগঞ্জ-বোচাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মুজিবুর রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর পুকুর পাড় গ্রামের কাজী ইব্রাহীমের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টর নিয়ে বালু আনতে যাচ্ছিলেন মুজিবুর রহমান। পথে বাঁশগাড়া বুড়াধাম নামক স্থানে এলে পীরগঞ্জগামী একটি ট্রাক ওই ট্রাক্টরটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালকের মৃত্যু হয়। এসময় আহত হন তার সঙ্গে থাকা অপর তিনজন। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুল রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলার আট নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাতিক চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।