ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

সেন্টমার্টিন থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, ডিসেম্বর ২৩, ২০২০
সেন্টমার্টিন থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার ফাইল ছবি

কক্সবাজার: সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূলের বঙ্গোপসাগর থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি কাঠের ট্রলার জব্দ করা হয়।

বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে এসব ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার আমিরুল জানান, কোস্টগার্ডের একটি দল বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় সেন্টমার্টিনের অদূরে একটি ট্রলার দেখতে পায়। এ সময় তারা ট্রলারটিকে থামানোর সংকেত দিলে না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূলে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। ওই ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এসবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।