ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস

ঢাকা: চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর থেকে তাকে অবসর দিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একইসঙ্গে আগামী ১ জানুয়ারি থেকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব থাকাকালে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ দেওয়া হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি কায়কাউসকে সিনিয়র সচিব করা হয়। ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আহমেদ কায়কাউস সরকারের বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেছেন।

আহমদ কায়কাউসকে অবসর দেওয়া হলেও নতুন করে কাউকে মুখ্যসচিব নিয়োগ দেওয়া হয়নি।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪, ৮৫ এবং ৮৬ ব্যাচের মধ্য থেকে সরকারের বিশ্বস্ত কাউকে মুখ্যসচিব নিয়োগ দেওয়া হতে পারে বলে প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।