ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ঘোড়া জবাই করে মাংস বিক্রি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
পঞ্চগড়ে ঘোড়া জবাই করে মাংস বিক্রি!

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার বাজারে ঘোড়ার মাংস বিক্রি করার অপরাধে সানাউল্লাহ (৩২) ও হামিদুল রহমান (৩৩) দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে আটক দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চৌধুরীর হাটে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় একটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির সময় ৩৫ কেজি মাংসসহ পুলিশ সানাউল্লাহ ও হামিদুর রহমান নামে দুই ব্যক্তিকে আটক করে। এসময় আরো চার-পাঁচজন পালিয়ে যায়।

ঘোড়ার মাংস বিক্রির অপরাধে এজাহারনামীয় দু’জনসহ অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে বুধবার (২৩ ডিসেম্বর) মামলা দায়ের করা হয়েছে। বোদা থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। পরে আটক দু’জনকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

জব্দ মাংস পরীক্ষার জন্য বোদা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে।  

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘোড়ার মাংস বিক্রির অপরাধে দু’জনকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।