ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ২ নবজাতকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
চুয়াডাঙ্গায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ২ নবজাতকের মৃত্যু

চুয়াডাঙ্গা: শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় দুই নবজাতকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত শিশুরা হলো- সদর উপজেলার বোয়ালমারী গ্রামের দিবাকর কুমারের চার দিনের ছেলে জয় এবং সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের দুদিন বয়সী ছেলে সোয়াইদ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সোহরাব হোসেন বাংলানিউজকে জানান, ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে গত দু-তিন দিন ধরে রোগীর চাপ বাড়ছে। শীতজনিত রোগে আক্রান্ত হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। এরপর দিন বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই নবজাতকের মৃত্যু হয়। তাদের ওজনও তুলনামূলকভাবে কম ছিল।

বুধবার সকাল ৮টা পর্যন্ত সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ২৩ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল। এরমধ্যে ১৭ জনই শিশু। শিশু ওয়ার্ডে ভর্তি ছিল ২৭ জন। এদের বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত।
 
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামাদুল হক বাংলানিউজকে জানান, চলতি শীত মৌসুমে কয়েকদিন ধরে তাপমাত্রা ৭-১০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করেছে। বুধবার চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়ায় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।