ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মৌলভীবাজারে বিএনপি’র সম্মেলন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘বিগত চৌদ্দবছরে আমাদের দলের যারা গুম হয়েছেন, আমরা জানি না তারা কেমন আছেন। আমরা তাদেরকে পরিবারের কাছে নিঃশর্ত ফেরত চাই।

যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আর যারা আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন তাদের সুচিকিৎসা চাচ্ছি। ’

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বাহারমর্দানে প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের বাড়িতে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেডএম জাহিদ হোসেন।

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মো. বদরুল আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ এম. নাসের রহমান।  

উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি রেজিনা নাসের, সহ-সভাপতি এম এ মুকিত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল প্রমুখ।

সম্মেলনে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। আগামী এক সপ্তাহের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দেন জেলা বিএনপির সভাপতি।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
বিবিবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।