ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

চাটখিলে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫২, ডিসেম্বর ২৫, ২০২০
চাটখিলে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় রাস্তার পাশে বাগান থেকে নুর আলম (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত নুর আলম চাটখিল পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব ছয়ানী গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

পুলিশ জানায়, রাতে উপজেলার ধর্মপুরের গনি বাড়ীর দরজায় রাস্তার পাশে বাগানে স্থানীয়রা নুর আলমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনদগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।