ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বড়দিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
বরিশালে বড়দিন উদযাপন

বরিশাল: বরিশালে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছে খ্রিস্টান ধর্মালম্বীরা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে এ উপলক্ষে বরিশাল ক্যাথলিক চার্চ ক্যাথড্রিল ধর্মপল্লীতে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে নগরীর বিভিন্নস্থান থেকে আসা ভক্তরা ভিড় করেন।

চার্চে প্রার্থনা করতে আসা থমাস সঞ্জীব জানান, প্রতিবছরের মতো বড়দিন এবারো তাদের মধ্যে ফিরে এলেও মহামারি করোনা ভাইরাসের কারণে তারা স্বাস্থ্যবিধি মেনে এ উৎসব পালন করছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে যাতে দ্রুত এ মহামারি থেকে দেশ ও বিশ্বকে তিনি মুক্ত করেন।

যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে বরিশালের চার্চগুলো নানা আলোকসজ্জায় সাজানো হয়েছে। বরিশালে ক্যাথলিক, অক্সফোর্ড ও ব্যাপ্টিস্ট গোত্রের খ্রিস্টান ধর্মালম্বীরা রয়েছে।

এদিকে বড়দিন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা বাস্তবায়ন তথা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গোটা নগরী জুড়ে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) বিভিন্ন স্তরে কঠোর নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি উপাসনালয়গুলোর চারপাশসহ গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে বসানো হয়েছে চেকপোস্ট।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।