ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

করোনায় চাকরি হারানো ১০০ শ্রমিক পেলেন খাদ্য সহায়তা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
করোনায় চাকরি হারানো ১০০ শ্রমিক পেলেন খাদ্য সহায়তা খাদ্যসামগ্রী বিতরণ। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): করোনাকালে সাভারের আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানা থেকে চাকরি হারিয়েছেন অনেক শ্রমিক। তাদের মধ্যে ১০০ শ্রমিককে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে আশুলিয়ার একটি শ্রমিক সংগঠন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় ত্রিএফ ইউনাইটেড ফেডারেশন অফ ড্যানিস ওয়ার্কারের সহায়তায় শ্রমিকদের চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, আলু, রসুন, চিনি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি ফরিদুল ইসলামসহ নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।