খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হচ্ছে। জেলা সদরের খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চসহ জেলার বিভিন্ন গির্জাগুলোতে বড়দিন উদযাপন করছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চের পাস্কর হেমঙ্কর ত্রিপুরার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বড়দিন উপলক্ষে কাটা হয় কেক। খাগড়াছড়ির খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রবীণ ব্যক্তি ও খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চের প্রতিষ্ঠাতা রণ বিক্রম ত্রিপুরা শিশুদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন। এরপর শিশু, কিশোর-কিশোরীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া বড়দিন উপলক্ষে কম্বল বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। জেলা সদরের চেলাছড়া ব্যাপ্টিস্ট চার্চ, কলাপাড়া চার্চে বড়দিনের উৎসব উদযাপন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এডি/আরবি