ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ কারাগারে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
কিশোরগঞ্জ কারাগারে আসামির মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা কারাগারে ইজ্জত আলী (৪৩) নামে এক বিচারাধীন আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইজ্জত আলী ভৈরব উপজেলার কালীপুর মধ্যপাড়া গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।

জেলা কারাগার সূত্র জানা যায়, ২০১৮ সালে সংঘটিত ভৈরব থানার একটি হত্যা মামলার আসামি ইজ্জত আলী। তিনি গ্রেফতার হয়ে গত ১৭ জুলাই থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে ছিলেন। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে ইজ্জত আলীকে হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।  

কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার বজলুর রশিদ বাংলানিউজকে জানান, নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের পর ইজ্জত আলীর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।