বরিশাল: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) অভিযানে ঢাকা থেকে জেএমবির দাওয়াতি শাখার দুই সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে র্যাব-৮ বরিশাল সদর দফতর থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, তদন্ত সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার দক্ষিণখানের ৪৮ নম্বর ওয়ার্ডের হলান রোডের ২৩৭ নম্বর বাসা থেকে সৈয়দ গোলাম শাব্বারের ছেলে সৈয়দ মশিউর সিয়াম (২১) ও তার দেওয়া তথ্য মতে, আদাবর থানা এলাকার মুনসুরাবাদ রোডের ১৪ নম্বর বাসা পাবনা জেলার ইশ্বরদী থানার বাড়ইমারি গ্রামের বাসিন্দা এনায়েত হোসেনের ছেলে ইয়াছিনকে (৩৪) আটক করা হয়।
র্যাবের দাবি, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা ঢাকা, মাদারীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় গোপন বৈঠক, লিফলেট বিতরণ, অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিলেন। পাশাপাশি জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে চাঁদা উত্তোলনও করতেন।
অভিযুক্ত জেএমবি সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এমএস/আরবি