ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মুজিব-যতীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
মুজিব-যতীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন মানববন্ধন

পাবনা(ঈশ্বরদী): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা-জনতা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে পাবনার ঈশ্বরদী মুক্তিযোদ্ধা-জনতা ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড এর সাবেক কমান্ডার, গোলাম মুস্তফা চান্না মণ্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উত্তরবঙ্গের প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদূল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, আমিনুর রহমান দাদু সিরাজ উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইছাহক আলী মালিথা, উপজেলা সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, জাসদ নেতা, রশিদূল আলম বাবু, মুক্তিযোদ্ধার সন্তান, আতিয়া ফেরদৌস কাকলী, আনারুল ইসলাম রতন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।