ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘শুধু শিক্ষিত হলে চলবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
‘শুধু শিক্ষিত হলে চলবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে’

বান্দরবান: শিক্ষার প্রসারে সবাইকে কাজ করতে হবে। শুধু শিক্ষিত হলে চলবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

শিক্ষার উন্নয়নে শিক্ষকদের আরও যত্নশীল হতে।
 
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে বান্দরবানের বাসস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের আন্তরিকতায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রয়েছে। মহামারি করোনার কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ নেই, অনলাইনে চলছে পাঠদান কার্যক্রম।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৬৭ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে বাসস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শমিষ্ঠা আচার্য্য, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, সৌরভ দাশ শেখরসহ বাসস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।