মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন এতিমখানার ১০০ এতিম ও হতদরিদ্র পরিবারের শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রয়।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার উৎরাইল নয়াবাজার এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এ সময় শিবচরের বিভিন্ন এলাকার মাদ্রাসার এতিমখানায় থেকে লেখাপড়া করা এতিম ও হতদরিদ্র পরিবারের শিশুদের মধ্যে ১০০ পিস কম্বল দেওয়া হয়। এছাড়াও বিস্কিট ও যাতায়াত খরচও দেওয়া হয়।
আশ্রয়ের পরিচালনা পরিষদের সদস্যরা বাংলানিউজকে জানান, ভালো কাজ করার মানসিকতা নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটি দাঁড় করানো হয়েছে। নিঃস্বার্থভাবে সামাজিক কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রতিষ্ঠানটির পরিচালনার সদস্য ছাড়াও অনেক ব্যক্তি রয়েছেন, যারা এই শীতবস্ত্র বিতরণ ফান্ডে অর্থ সহায়তা করেছেন।
এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ফররুখ হাওলাদার, সহিদুজ্জামান সোহেল, ইমতিয়াজ আহমেদ, জাহিদুল ইসলাম, তাজুল ইসলাম, চয়ন হাওলাদার, সোহেল হাওলাদার ও রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এসআরএস