ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিএনসিসির সচেতনতামূলক র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
ফেনীতে বিএনসিসির সচেতনতামূলক র‌্যালি

ফেনী: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে ফেনীতে গণসচেতনতামূলক র‌্যালি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের ব্যবস্থাপনায় রোববার (২৭ ডিসেম্বর) সকালে ফেনী পাইলট হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে র‌্যালিটি কলেজ রোড়, মিজান রোড়, দোয়েল চত্বর, খেজুর চত্বর ও প্রেসক্লাব প্রদক্ষিণ করে ট্রাংক রোড় শহীদ মিনারে সমবেত হয়।

সেখানে সচেতনতামূলক বক্তব্য দেন র‌্যালিতে আগত অতিথিরা। এসময় সেখানে মাস্ক, স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।  

র‌্যালিতে ঘুষ, মাদক, সন্ত্রাস, জুয়াসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড বিরোধী এবং করোনা সচেতনতার বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন বিএনসিসির দুই শতাধিক ক্যাডেট ও কর্মকর্তারা। পরে ফেনী পাইলট হাইস্কুল মাঠে গিয়ে র‌্যালি শেষ হয়।

ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাহ্উদ্দীন আল মুরাদের সভাপতিত্বে র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল অধ্যক্ষ। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক দেলোয়ার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ময়নমতি রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর শিব্বির আহমেদ বিপু, ফেনী সরকারি কলেজ প্লাটুন কমান্ডার পিইউও মো. আকতার হোসেন, আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ প্লাটুন কমান্ডার পিইউও রহমত উল্লাহ,  ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ প্লাটুন কমান্ডার জিসান আহমেদ, এক্স ক্যাডেট আন্ডার অফিসার হোসাইন আরমান।

এছাড়া সামরিক প্রশিক্ষক, সাংবাদিক, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী, বিভিন্ন কলেজের শতাধিক ক্যাডেট কর্মসূচিত অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০ 
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।