রাজশাহী: করোনা পরিস্থিতিতে থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীতে সব অনুষ্ঠানে করোনা সংক্রান্ত সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
সোমবার (২৮ ডিসেম্বর) রাতে আরএমপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার ব্যাপারে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রাজশাহী মহানগর এলাকায় ‘থার্টি ফার্স্ট নাইট’-এর সকল অনুষ্ঠানাদি করোনা সংক্রান্ত সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হতে হবে। এ উপলক্ষে সরকারি নির্দেশনাসমূহ প্রতিপালনসহ রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত মহানগরী এলাকায় সকল প্রকার বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন, আতশবাজি, পটকা ফোটানো, বিষ্ফোরকদ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল অনুমোদিত বার ও মদের দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এসএস/এইচএডি