ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
মাটিরাঙ্গায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নুরুল আলম (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নুরুল মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মালেক মাস্টারপাড়ার মাসুক মিয়ার বড় ছেলে।


 
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে ঘরের ভেতর তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী তিনি আত্মহত্যা করেছেন।

মাটিরাঙ্গার গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন লিটন বাংলানিউজকে জানান, নুরুল দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলো। অকারণে রেগে যেত সে। মানসিক রোগে ভোগার কারণে এক বছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। মোহাম্মদ সাফায়েত নামে আট বছরের একটি ছেলে আছে।
 
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী বাংলানিউজকে বলেন, বিষয়টি যাছাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।