খাগড়াছড়ি: ফলদ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ এবং পরিবেশ বিরোধী বৃক্ষ রোপণে নিরুৎসাহিত করতে স্বেচ্ছাসেবী সংগঠন ফলদ বাংলাদেশ এর ৪০০ কিলোমিটার পদযাত্রা (পায়ে হেটে) খাগড়াছড়িতে শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে পদযাত্রার ১৬তম দিনে খাগড়াছড়ি শহীদ মিনারে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে জাতীয় পতাকা হাতে নিয়ে একদল শিক্ষক-শিক্ষার্থী শহীদ মিনারে প্রবেশ করেন। জাতীয় সংগিত পরিবেশন করা হয়।
১৬ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই পদযাত্রা। পথে তারা সাতটি জেলা এবং ২৪টি উপজেলাসহ দেড় শতাধিক বাজারে ক্যাম্পেইন করেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এডি/কেএআর