ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রংপুর চিনিকলের এমডি অবরুদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রংপুর চিনিকলের এমডি অবরুদ্ধ রংপুর চিনিকলের এমডি অবরুদ্ধ। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: লিখিত কোনো আদেশ বা নোটিশ ছাড়াই হঠাৎ করে রংপুর চিনিকলের ৯২ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে মিলের এমডি নুরুল কবিরকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুদ্ধ শ্রমিকরা।

শনিবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে এমডির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এমডিকে অবরুদ্ধ করে রাখেন তারা।

 

তাদের অভিযোগ, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রজ্ঞাপনকে পাশ কাটিয়ে, কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে।
 
সম্প্রতি আখ মাড়াই স্থগিত রাখার সিদ্ধান্তে শ্রমিক কর্মচারীদের অসন্তোষের মুখে বৃহস্পতিবার হঠাৎ করে চিনিকলের কারখানা বিভাগের ৯২ জন শ্রমিক-কর্মচারীকে মৌখিক নির্দেশে চাকরিচ্যুতির কথা জানিয়ে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নূরুল কবির। পহেলা জানুয়ারি-২১ থেকে তাদের আর কাজে যোগ দিতে হবে না বলে জানিয়ে দেন তিনি।

তারা বলেন, গত ২০ ডিসেম্বর করপোরেশনের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে মাড়াই বন্ধ ঘোষিত চিনিকগুলোর কোনো শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হবে না বলা হলেও এক সপ্তাহের ব্যবধানে বছরের শেষ দিনে চিনিকল কর্তৃপক্ষের মৌখিক এ নির্দেশনায় ক্ষোভ-হতাশায় ভুগছেন কর্মচারীরা।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।