ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দ আশরাফুলের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা-দোয়া মাহফিল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
সৈয়দ আশরাফুলের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা-দোয়া মাহফিল  সৈয়দ আশরাফুলের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা-দোয়া মাহফিল । ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।

 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, মুকবুল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক প্রমুখ।

স্মরণ সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার।

স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ মুকসুদ।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।