ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় তিশা পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (০৩ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বেতবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষনিকভাবে সবযাত্রী তাড়াহুড়ো করে নামতে গিয়ে চারজন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় মহাসড়কে প্রায় ৪০ মিনিটি যান চলাচল বন্ধ ছিল।

সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মোহাম্মদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণে ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে গাড়ির পেছনের অংশে আগুন লেগেছে।  

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে মধ্যে বিশ্বরোড মোড় অতিক্রম হওয়ার পরই আগুনের সূত্রপাত্র ঘটে।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।