ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে নতুন ডিসি জাহাঙ্গীর হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
সুনামগঞ্জে নতুন ডিসি জাহাঙ্গীর হোসেন

সুনামগঞ্জ: সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন।

রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের স্থলাভিষিক্ত হয়ে মো. জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকরা, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারসহ সব কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে মো. জাহাঙ্গীর হোসেন মন্ত্রিপরিষদ বিভাগে উপ-সচিবের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।