ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ১৯ জুয়াড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
রাজধানীতে ১৯ জুয়াড়ি আটক

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) সদস্যরা।

রোববার (৩ জানুয়ারি) রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

কামরাঙ্গীরচর এলাকা থেকে আটকরা হলেন- মো. খোরশেদ আলম (৩৫), মো. আবু জাহেদ (৩৪), মো. জামাল গাজী (৩০), মো. রানা (৩০), মো. জামাল (৩০), মো. হারুন (৫৫), মো. রাজু (২৫), মো. হারুন মৃধা (৫০)। চকবাজার এলাকা থেকে আটকরা হলেন- হাফিজুর রহমান (৩৮), মো. নজরুল ইসলাম (৪৭), মো. মামুন ঢালী (২৯), মো. সিদ্দীকুর রহমান (৩২), মো. আশরাফ (২৫), আবুল কালাম (৬০), মো. রুবেল (৩৬), মো. জাকির (২৭), মো. হান্নান (৫৫), মো. ইউনুস (৩৩) ও মো. আব্দুল করীম (৪৮)।

মেজর শাহরিয়ার জানান, শনিবার র‌্যাবের-১০ একটি দল রাজধানীর কামরাঙ্গীরচর থানার কাজী বাড়ি গলি এলাকায় অভিযান চালায়। অভিযানের জুয়া খেলা অবস্থায় আটজন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, জুয়া খেলার ব্যবহৃত ১০৪ পিস কার্ড ও এক হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই রাতে র‌্যাব-১০ এর অপর একটি দল রাজধানীর চকবাজার মডেল থানার রহমতগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, জুয়া খেলার ব্যবহৃত ৫০০ পিস কার্ড ও ৫২ হাজার ৭৭৫ টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটক ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।