ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ৪

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ৪ আটক চারজন

সাভার (ঢাকা): চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সাভারে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই নারীসহ চার জনকে আটক ও ২০ জনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সদস্যরা।  

সোমবার (০৪ জানুয়ারি) সকালে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বিষয়টি বাংলানিউজকে জানান।

 

আটক চারজন হলেন- শাহারা বানু (৩৫), মশিউর রাহমান (২১), রবিউল ইসলাম রবি (২১) ও সাবিনা ইয়াসমিন (১৮)।  

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৩ জানুয়ারি) বিকেলে সাভারের আনন্দপুর এলাকায় প্রজন্ম ফোর্স লিমিটেড নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে ওই চার জনকে আটক করা হয়। সেই সঙ্গে ২০ জনকে উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।  

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বাংলানিউজকে জানান, আটকদের মামলা দিয়ে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।