ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পি কে হালদারকে গ্রেফতারে ইন্টারপোলে চিঠি পাঠানো হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
পি কে হালদারকে গ্রেফতারে ইন্টারপোলে চিঠি পাঠানো হয়েছে বক্তব্য রাখছেন দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার

ঢাকা: পি কে হালদারকে গ্রেফতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।  

তিনি বলেন, আজ পি কে হালদারের টাকার খোঁজে তার ঘনিষ্টজন ব্যবসায়ী শংখ বেপারীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন এ কথা বলেন।  

তিনি বলেন, পি কে হাওলাদারের দুর্নীতিতে সহায়তা করায় গ্রেফতার করা হয়েছে শংখ বেপারীকে।  

দুদক সচিব বলেন, দুদকের অনুসন্ধানে বের হয়ে এসেছে শংখ বেপারী পি কে হালদারের সহযোগী। তার মাধ্যমে পি কে হালদার তার অবৈধ অর্থ বিভিন্ন জায়গায় নিয়েছেন এমন প্রমাণ পাওয়া যাচ্ছে। যার কারণে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ার হোসেন বলেন, পি কে হালদারের সম্পদ বিভিন্নভাবে, বিভিন্ন দিকে তার মাধ্যমে পাঠানো হয়েছে। তিনি এ কাজে সহায়তা করেছেন বলে মনে করা হচ্ছে এবং তার দখলে একটি ফ্ল্যাটও রয়েছে। যেটা পি কে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। পি কে হাওলাদের অর্জিত অর্থ এখন তার কাছে আছে বলে প্রমাণ পাওয়া গেছে।  

এর আগে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি কে হালদারের টাকার খোঁজে তার ঘনিষ্টজন ব্যবসায়ী শংখ বেপারীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে দুদক। সোমবার দুপুর ১২ থেকে সেগুনবাগিচা দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুপুর পৌনে ২টার দিকে তাকে দুদক কার্যালয় থেকে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।