ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম।  
সোমবার (৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার অয়োজন করে জেলা প্রশাসন।

সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন।  

জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা ও জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।