ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

মৌলভীবাজার: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অভিযান চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।

সোমবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন রানীরকোট বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের মঞ্জব আলীর ছেলে বাবুল মিয়া (৩১) এবং অপরজন একই উপজেলার গোবরখোলা গ্রামের খেলু মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪)।

এ ঘটনায় র‌্যাব-৯ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ আটক দুজনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।