ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে শীতার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
মানিকগঞ্জে শীতার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জে তিনশ প্রতিবন্ধী ও দুস্থ শীতার্তদের মধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় হরিরামপুর উপজেলা চত্বরে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ কম্বল বিতরণ করেন।

বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ কম্বল বিতরণ করা হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, বসুন্ধরা গ্রুপ যেকোনো দুর্যোগে দুস্থদের জন্য সহায়তার হাত বাড়িয় দেয়। এসময় তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।  

বসুন্ধরা গ্রুপ এই শীত মৌসুমে এ জেলায় দুস্থ ও শীতার্তদের মধ্যে ১২শ কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে আরো কম্বল বিতরণ করা হবে বলেও জানানো হয় গ্রুপের পক্ষ থেকে।


বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।