ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
বরিশালে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বরিশাল: বরিশালের উন্নয়ন বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার কথা জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

গত রোববার (৩ জানুয়ারি) বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক পদে কর্মরত ছিলেন জসীম উদ্দীন হায়দার।  

বরিশাল জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, বরিশালে রেললাইন স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। বরিশালবাসী আগামী দিনগুলোতে এর সুফল ভোগ করবে। পদ্মাসেতু চালু হলে বরিশাল হবে দক্ষিণাঞ্চলের অন্যতম উন্নত সমৃদ্ধ শহর।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, মো. নাজমুল হুদা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল ও সাবেক সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ ও পুলক চ্যাটার্জী, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ ও সহ-সভাপতি রাহাত খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।