ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মিল চালুর দাবিতে সড়ক অবরোধের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
মিল চালুর দাবিতে সড়ক অবরোধের ঘোষণা

বরিশাল: বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও মিল চালুর দাবিতে আগামী ১২ জানুয়ারি থেকে লাগাতার সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা দেওয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় বাসদ কার্যালয়ে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক-কর্মচারী সংগ্রাম কমিটির সভাপতি গাজী মো. বেল্লাল, সহ-সভাপতি হারুন শরীফ, সাধারণ সম্পাদক নুরুল হক, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ শ্রমিক নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত মার্চ মাস থেকে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি, মিল চালু করার কথা বলে বারবার শ্রমিকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। মিল খোলা ও শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে সংগ্রাম কমিটির পক্ষ থেকে আগামী ১২ জানুয়ারি থেকে লাগাতার সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

শ্রমিক নেতারা প্রায় সাতশ’ শ্রমিক পরিবারের জানমাল রক্ষার এ আন্দোলনে বরিশালের সর্বস্তরের মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়া‌রি ০৫, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।