ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পাসপোর্টের মহের উদ্দিনকে দুদকের জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
পাসপোর্টের মহের উদ্দিনকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক মহের উদ্দিন শেখকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংস্থাটির উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তার বিরুদ্ধে ভারতীয় নাগরিককে পাসপোর্ট দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকাসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকের কাছে মহের উদ্দিন শেখ তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ অস্বীকার করেন। একই অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের অপর উপ-পরিচালক ও মহের উদ্দিন শেখের স্ত্রী হালিমা খাতুন শম্পাকে তলব করা হলেও তিনি হাজির হননি। তবে তারপক্ষে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্রসহ বক্তব্য দিয়েছেন তার স্বামী।

এর আগে ২০২০ সালের ১২ মার্চ ভারতীয় নাগরিককে পাসপোর্ট দেওয়ার অভিযোগে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের সাবেক সহকারী পরিচালক (পাসপোর্ট অফিসে কর্মরত) আবজাউল আলম, ভারতীয় নাগরিক হাফিজ আহমেদ, রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারী রঞ্জু লাল সরকার, হুমায়ুন কবির, দেলোয়ার হোসেন, আলমাস উদ্দিন, ইব্রাহিম হোসেন ও আবদুল ওয়াদুদের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছিল, ভারতীয় নাগরিক হাফিজ আহমেদ ভুয়া জন্মসনদ ব্যবহার করে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিস পাসপোর্টের আবেদন করেন। এরপর পুলিশ ভেরিফিকেশনে ভারতীয় নাগরিক হিসেবে রিপোর্ট দেওয়ার পরও পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একটি চক্র যোগসাজশে তাকে বাংলাদেশি পাসপোর্ট দেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।